শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

আরও এক বছর পদে থাকছেন কে এম আব্দুস সালাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩০ am

আরও এক বছর জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব থাকছেন কে এম আব্দুস সালাম। তাকে এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, অবসরোত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।

২০২১ সালের জুলাই মাসে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান আব্দুস সালাম। সে সময় তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

কে এম আব্দুস সালামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের লাঙ্গলমারা তেঁতুলিয়া গ্রামে। তিনি ১৯৮৯ সালে অ্যাডমিন ক্যাডারে সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD