আরও এক বছর জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব থাকছেন কে এম আব্দুস সালাম। তাকে এক বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, অবসরোত্তর ছুটি এবং এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।
২০২১ সালের জুলাই মাসে সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান আব্দুস সালাম। সে সময় তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
কে এম আব্দুস সালামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের লাঙ্গলমারা তেঁতুলিয়া গ্রামে। তিনি ১৯৮৯ সালে অ্যাডমিন ক্যাডারে সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।