বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

আমি এখনও আবেদনময়ী : কারিনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ৮:৫৯ am

বয়স ৪৪ ছুঁতে চললেও এখনও নিজেকে আবেদনময়ী মনে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে এখনও নিজেকে কিভাবে ফিট রেখেছেন বেবো সে বিষয়েই সম্প্রতি মুখ খুলেছেন তিনি।

কারিনা বলেন, ‘এই যে এখনকার অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এক ধরণের প্রতিযোগিতা, চেহারার তুলনা, আমাকে আকর্ষণীয়, তরুণ দেখাতে হবে কিংবা বড় কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হবে; এসব আমি পারি না।’

নিজেকে আবেদনময়ী দাবি করে কারিনার ভাষ্য, ‘তোমার নিজেকে খুঁজে পেতে হবে, নিজস্বতা খুঁজতে হবে। নিজের মধ্যে এমন একটি জিনিস খুঁজে নিতে হবে, যেটা সবসময় ধরে রাখতে চাও, হারাতে চাও না। তোমরা এখনও সবাই চাচ্ছো যে, ডার্টির (ম্যাগাজিন) প্রচ্ছদে আমার থাকা উচিত, তাই না? তার মানে কিছু একটা তো এখনও আমার মধ্যে আছে, আমি এখনও আবেদনময়ী।’

বড় পর্দার পর ওটিটিতেও এখন কাজ করবেন কারিনা। আগামীতে নায়িকাকে দেখা যাবে ‘দ্য ক্রু’ ও ‘সিংহাম অ্যাগেইন’ ছবিতে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD