রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

আমিরাতে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ১০:১৯ am

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের গৌরবময় বিজয়ের ৫২ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সমিতি শারজাহ শাখার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি শারজাহ শাখার বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ বাশার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এম্বেসী আবুধাবীর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনদের, যাদের কারণে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আজ আমরা বিজয়ের দিনে অহংকার করে কথা বলতে পারি। কারণ এই দিনে পাকিস্তান দখলদার বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে। আমরা একটু নতুন রাষ্ট্র হিসেবে আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি নেতা মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ূব আলী বাবুল, কমিউনিটি নেতা ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী।

বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিআইপি, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, বদিউল আলম, ইমাম হোসেন জাহিদ পারভেজ, মোস্তাফিজুর রহমান, শাহিদুর রহমান খোকন, মাজহারুল ইসলাম মাহবুব, শেফালী আক্তার আঁখি, মোহাম্মদ এহসান, আলম গফুর প্রমুখ।

বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির চিরদিনের গৌরব, অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন ও মুক্তিযুদ্ধের বিজয়ের দিন হিসেবেই পালন করা হয়। ১৯৭১ সালের এই দিন দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালিরা। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়া দিনটিই হলো বিজয় দিবস। আগামী প্রজন্মকে বিজয় দিবস সর্ম্পকে জানাতে বিজয় দিবসের আলোচনা সভার বিকল্ল নেই।

অনুষ্ঠানে মহিলাদের পিঠা উৎসব, ছোট বাচ্চাদের কুইজ, ছবি আঁকা প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD