সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

আমিরাতজুড়ে ঈদ জামাতের সময় ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪ ১১:০২ am

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আমিরাতজুড়ে ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতের সময় ঘোষণা করেছে দেশটির সরকার।

আমিরাতে বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লিদের সঙ্গে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিও ঈদের নামাজ আদায় করবেন।

আমিরাতজুড়ে ঈদের জামাতের সময়সূচি–
আবুধাবি- ৫টা ৫০ মিনিট (এএম), দুুুবাই- ৫টা ৪৫ মিনিট (এএম), শারজাহ- ৫টা ৪৪ মিনিট (এএম), আজমান- ৫টা ৪৪ মিনিট (এএম), ফুজাইরাহ- ৫টা ৪১ মিনিট (এএম), উম্মে আল কুইন- ৫টা ৪৩ মিনিট (এএম), রাস আল খাইমা- ৫টা ৪১ মিনিট (এএম) ও আল-আইন ৫টা ৪৪ মিনিট (এএম)।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD