শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ৪:৪০ am

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।

আজ (শনিবার) সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, নির্মল চ্যাটার্জী, আজিজুস সামাদ আজাদ ডন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক সোয়েব আহমেদ এবং পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৌফিক সামাদ, মারুফ আওয়াল, এডভোকেট জাবের আহমদ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কলাবাগানের বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD