বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

আবার লন্ডনে শেহবাজ শরীফ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ২:০৪ pm

আবারও লন্ডন উড়ে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বহুল কাঙ্ক্ষিত এই সফরে তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করছেন। দুই ভাইয়ের এই বৈঠক থেকে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের প্রচারণা কৌশল এবং নওয়াজ শরীফের দেশে ফেরার ঘোষণা আসতে পারে। এ মাসে তার ১৬ মাসের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর এটাই তার প্রথম লন্ডন সফর। এই সফরে তার সঙ্গে রয়েছেন ছেলে সালমান শেহবাজ।

দলীয় সূত্র অনুযায়ী, এই সফরে দলীয় প্রধান নওয়াজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং করার কথা শেহবাজ শরীফের। এ ছাড়া এসব মিটিংয়ে যোগ দিতে পারেন দলের অন্য গুরুত্বপূর্ণ নেতারা। এ জন্য আগেভাগেই লন্ডনে অবস্থান নিয়েছেন সদ্য বিদায়ী সরকারের কেন্দ্রীয় বেশ কয়েকজন মন্ত্রী। এতে নওয়াজ শরীফের দেশে ফেরার ইস্যু নিয়েও আলোচনা হতে পারে। এ আলোচনায় যুক্ত হতে পারেন দলের আইনজীবী টিমও।

এর আগে ৯ই আগস্ট শেহবাজ শরীফ বলেন, সেপ্টেম্বরে পাকিস্তান ফিরবেন নওয়াজ শরীফ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD