শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১১:৪৯ am

এশিয়া কাপের আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে মাঠের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তার করে যাচ্ছে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দল পাকিস্তান।

প্রথম দুই ম্যাচে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলছে দুই দল। এই ম্যাচটি আফগানদের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর বড় চ্যালেঞ্জ।

শ্রীলংকার কলম্বোর প্রোমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৬ রানেই দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হকের উইকেট হারায় পাকিস্তান। সিরিজের দুই ম্যাচে প্রত্যাশিত রান করতে পারেননি ফখর জামান। প্রথম ম্যাচে ২ আর দ্বিতীয় ম্যাচে ৩০ রানে আউট হওয়া এই ওপেনার আজ ফেরেন ২৭ রানে।

তবে সিরিজের প্রথম দুই ম্যাচের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ইমাম উল হক। প্রথম ম্যাচে ৬১ আর দ্বিতীয় ম্যাচে ৯১ রান করেন তিনি। আজ শেষ ম্যাচে ফেরেন ১৩ রানে।

দুই ওপেনারের বিদায়ের পর উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন অধিনায়ক বাবর আজম।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD