বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন




আটকে পড়া ১২০ বাংলাদেশি শ্রমিকের পাশে দাঁড়াল মালয়েশিয়া

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

চার মাস আগে বৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পরও চাকরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন প্রায় ১২০ জন বাংলাদেশি শ্রমিক। অবশেষে মালয়েশিয়ার শ্রম বিভাগের হস্তক্ষেপে দীর্ঘদিন পর ওই বাংলাদেশিরা দেশটিতে চাকরি পেয়েছেন।

মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় আটকে পড়া শ্রমিকদের একটি নতুন কোম্পানিতে সফলভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছে। ন্যূনতম মজুরি কাঠামো অনুযায়ী তাদের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে কোম্পানিটি।

দেশটির মানবসম্পদ মন্ত্রী শিগগিরই তাদের কর্মসংস্থানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

এর আগে, সোমবার আটকে পড়া শ্রমিকরা তাদের দুর্ভোগ আর ক্রমবর্ধমান হতাশার কারণে সেখানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে জড়ো হন। বাংলাদেশি এই শ্রমিকদের মুখপাত্র আব্রাহাম বলেছেন, ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় বৈধভাবে আসার পর তাদের চাকরি কিংবা গত চার মাসে কোনো ধরনের ভাতা দেওয়া হয়নি।

‘তারা এখানে এসেছিল। কারণ তাদের থাকার উপযুক্ত জায়গা নেই। যে জায়গায় তাদের থাকতে বলা হয়েছিল, সেখানে সঠিক স্যানিটেশন ও অন্যান্য সুযোগ-সুবিধা নেই। এই শ্রমিকদের অবস্থা খুবই খারাপ।’

ফ্রি মালয়েশিয়া টুডেকে তিনি বলেছেন, ‘এছাড়া তাদের কোনো কাজ নেই, টাকা নেই এবং বেঁচে থাকার জন্য কোনো খাবারও নেই।’

আব্রাহামের মতে, প্রায় ৬০০ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক চারটি কোম্পানির মাধ্যমে মালয়েশিয়ায় এসেছে। দেশটির গেন্টিং হাইল্যান্ড এলাকায় গৃহকর্মী হিসাবে কাজ দেওয়ার কথা ছিল তাদের।

মালয়েশিয়ার শ্রম বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈধভাবে আসার পর কোনো চাকরি না পেয়ে যে শ্রমিকরা আটকে পড়েছেন, তাদেরকে এই দেশে নিয়ে আসা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অভিবাসী শ্রমিকদের নিয়োগে জড়িত নিয়োগকারী এসব কোম্পানির লাইসেন্স প্রত্যাহার করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, তারা অভিবাসী কর্মীদের নিয়োগের জন্য সরকারি কোটা ও লাইসেন্সের অপব্যবহারকারী নিয়োগকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নেওয়ার পর চাকরি না দেওয়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার শ্রম বিভাগ।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD