ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আজীমপুর পাঠাগারকে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। এই লক্ষ্যে পাঠাগারটি উপযুক্তভাবে গড়ে তোলার প্রয়োজনীয় বইসহ যাবতীয় কার্যক্রমের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে ডিএসসিসি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে।
সচিব আকরামুজ্জামান জানান, প্রয়োজনীয় বইসহ সার্বিক কার্যক্রমের জন্য এই ৫ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি প্রেরিত তালিকা অনুযায়ী বই কেনার ব্যবস্থা করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরকে। পাশাপাশি কমিটির সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির প্রধান ভান্ডার কর্মকতা মোহাম্মদ বশিরুল হক ভূইয়াকে।
কমিটির বাকি সদস্যরা হলেন— ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল উদ্দিন, অঞ্চল ৩ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মফিজুর রহমান খান এবং অঞ্চল ৩ এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মাসুদুর রহমান।