বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ৬:২৪ am

আগামী ৩০ এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। এতে সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সূ‌ত্রে এ তথ‌্য জানা‌ গে‌ছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহ‌মদ হো‌সেন বলেন, অনু‌ষ্ঠেয় এ সভায় দলের সাংগঠনিক বিষয়সহ নানা বিষয়ে আলোচনা করা হবে।

সূত্রে জানা গেছে, দলের নির্দেশনা উপেক্ষা করে যেসব এমপি-মন্ত্রীর স্বজনরা উপজেলা নির্বাচনের প্রার্থী হয়ে নির্বাচন করবেন তাদের বিষয় কার্যনির্বাহী বৈঠকে সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া তৃণমূলের যেসব নেতাকর্মী দলের বিরুদ্ধে বিষোদগার ও বিশৃঙ্খলা নীতিবহির্ভূত কর্মকাণ্ড করেছে, তাদের বিষয়েও সিদ্ধান্ত আসবে।

উল্লেখ‌্য, সম্প্রতি নির্বাচন ক‌মিশন ঘোষিত তফ‌সিল অনুসা‌রে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এ বিষয়ে দলের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে ৩০ এপ্রিলের বৈঠকে। উপজেলা নির্বাচনের আগে দলের এ কার্যনির্বাহীর বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD