প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল গণভবনে দেখা করবেন অস্ট্রেলিয়া নারী দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন।
বাশার বলেন, ‘আগামীকাল বেলা ১টায় দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা। প্রথমে অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল এরপর বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। সেখানে ক্রিকেটারদের সঙ্গে নাদেল ভাই (নারী উইংয়ের চেয়ারম্যান) থাকবেন।’
বাশার আরও বলেন, ‘সেখানে মূলত সৌজন্য সাক্ষাত হবে। বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার এবং চেয়ারম্যান থাকবেন।’