শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৪:০০ am

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম তীর্থ বিশ্বাস (২৮)।

রোবববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় হ্যামিলটন হাইওয়ে- সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী তীর্থ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা এলাকার অ্যাডভোকেট চন্দন বিশ্বাসের ছেলে। পরিবারের সকলে চট্টগ্রাম শহরের রহমতগঞ্জ এলাকায় থাকেন। তার বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জজকোর্ট ও হাইকোর্টের সিনিয়র আইনজীবী।

তীর্থের কাকা অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস বলেন, তীর্থ ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগে পড়তো। জিলংয়ের নর্লেন এলাকায় থাকতো। এক বছর আগে স্টুডেন্ট ভিসায় সে অস্ট্রেলিয়ায় গিয়েছে। তার স্ত্রী ঋতিকা চৌধুরীও স্টুডেন্ট ভিসায় গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় পৌঁছান। দুইজনই লেখাপড়া করতো। রোববার রাত সাড়ে আটটায় বৃষ্টি হয়েছিল, নতুন গাড়িটি নিজে চালিয়ে বাসায় ফিরছিল। হ্যামিলটন হাইওয়ে সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষ করে আগামী সপ্তাহের মধ্যে তার লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD