ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বৃহস্পতিবার দুপুরে হাতে ক্যানোলা লাগানো একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এসময় সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
সাবিলা লিখেছেন, আমাকে কিছুক্ষনের জন্য আপনার হৃদয়ে রাখুন। তবে অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে নাকি নিজ বাসাতেই অবস্থান করছেন, সে বিষয়ে কিছু জানাননি এই তারকা।
সাবিলার সেই পোস্টে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে অনেকে অভিনেত্রীকে খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেগুলোর জবাবও দিতে দেখা গেছে তাকে।
রিজওয়ান নামের একজন লিখেছেন, ‘চিন্তা করো না। এটা শুধুই ব্যাংককের প্রভাব’। যুবকের এমন মন্তব্যর জবাবে সাবিলা লিখেছেন, ‘দুঃখিত? আমি ব্যাংকক থেকে দেশি ফিরেছি গত ২৪ আগস্ট। তাহলে এটা কিভাবে ব্যাংককের প্রভাব হল?’
এরপর এই অভিনেত্রী লিখেছেন, ‘যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?’
এখানেই থামেননি সাবিলা। সেই ভক্তের মন্তব্যর জবাবে তিনি আরও বলেছেন, ‘আমি বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পিছনে খুব খারাপ কিছুই লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।’
সাবিলার সেই মন্তব্য ভক্তদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে। তারাও অভিনেত্রীর পাশে আছেন, প্রিয় তারকাকে নিজেদের হৃদয়েই রাখছেন বলে জানিয়েছে।