সংসার ভাঙনের ঢেউয়ে উত্তাল টলিউড। যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তর পরে ঋষি কৌশিক-দেবযানীর বিচ্ছেদের গুঞ্জনের ঝড় এখনো থামেনি। এবার এ তালিকায় যুক্ত হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও শ্রীজা সেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিনেতা অর্জুন চক্রবর্তীর সুখের সংসারে ভাঙন ধরেছে। অর্জুনের পরকীয়া সম্পর্কে জড়ানোর গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, টলিউডের এক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন।
গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় বঙ্গ সম্মেলন। সেখানে গিয়ে নায়িকার সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতা বাড়ে। সেই কানাঘুষো পৌঁছে যায় অর্জুনের স্ত্রী শ্রীজার কানে। ফলে কদিন আগে ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করে দেন তিনি। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তোলা রোমান্টিক সব ছবিও মুছে ফেলেন শ্রীজা।
এরপর এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হলে পরিস্থিতি বদলে যায়। শ্রীজা ও অর্জুন জানান, তাদের মাঝে কোনো ঝামেলা নেই। এমনকী, ফের অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করতে শুরু করেন শ্রীজা। ইনস্টাগ্রাম স্টোরিতে ডিনার ডেটে যাওয়ার যৌথ ছবিও শেয়ার করেন তারা।
সবকিছু স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শ্রীজার ইনস্টাগ্রাম স্টোরি যেন ভিন্ন কথা বলছে। মঙ্গলবার (৩০ জুলাই) শ্রীজা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোট শেয়ার করেন, যেখানে লেখা ‘তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমাকে এগিয়ে যেতে কি সাহায্য করে, আমি বলব আমার মেয়ে।’
এর কয়েক ঘণ্টা পর শ্রীজা ফের আরেকটি কোট শেয়ার করেন। তাতে লেখা ‘May impatience not cause you to run to crumbs before your feast arrives’। যার ভাবার্থ— ‘অধৈর্য হয়ে পড়লে ভালো সময় আসার আগেই সব নষ্ট হয়ে যেতে পারে।’ এ দুটো পোস্টকে কেন্দ্র করে ফের সংসার ভাঙার গুঞ্জন চাউর হলেও মুখে কুলুপ এঁটে আছেন অর্জুন-শ্রীজা।
ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী। ২০১৫ সালের ১০ মার্চ ছোটবেলার বান্ধবী শ্রীজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অর্জুন। ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি কন্যা সন্তানের জন্ম দেন শ্রীজা।