ইংল্যান্ডের বিপক্ষে চলতি মাসেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তরুণ ওপেনার তৌহিদ হৃদয়ের।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হলো তার।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেকেই ফিফটি হাঁকালেন তরুণ এই ব্যাটসম্যান। ৫৫ বলে ৫টি বাউন্ডারির সাহায্য ফিফটি পূর্ণ করেন তিনি।