সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

অভিযানের খবরে ধানমন্ডি কেয়ারি ক্রিসেন্ট ভবনের সব রেস্টুরেন্ট বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৯:১৭ am

অভিযানের খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবনের সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিশ। সেখানে লেখা রয়েছে— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকিবে। শুধুমাত্র দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

সোমবার (৪ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে তদারকি কার্যক্রম পরিচালনা করতে এলে এমন চিত্রই দেখা যায়। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

মূলত, রেস্টুরেন্টের অনিয়মের ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে তদারকি কার্যক্রম চালাবে— এমন খবরে আগেভাগেই বন্ধ করে দেওয়া হয় এই ভবনের সব রেস্টুরেন্ট।

সরেজমিনে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলা থেকে সব রেস্টুরেন্টে তালা লাগানো। নেই কোনো মানুষজন। কথা বলার জন্য ভবন সংশ্লিষ্টদের ডাকা হলেও তারা কেউ আসেননি। পরে বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠে অভিযানিক দল।

পরে সবগুলো রেস্টুরেন্ট বন্ধ পাওয়া যায়। এখনো অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD