শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

অভিনেত্রী নাবিলার বাগদান!

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ৮:৪৮ am

সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম। নিয়মিত বিজ্ঞাপন, নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। পাশাপাশি সরব আসছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে ব্যক্তিগত বিষয় খুব বেশি একটা সামনে না আসলেও এবার ফেসবুকে দেখা মিলল হাতে আংটি দেওয়ার ছবি।

প্রথমে বিষয়টা নাটকের দৃশ্য মনে করলেও পরে থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসি দিয়ে বলেন, হাতে আংটির ছবি ঠিক আছে তবে কিসের জন্য তা এখন বলব না।

আপনার সঙ্গে কারও বাগদান হলো নাকি শুটিং? এমন প্রশ্নের উত্তরে নাবিলা জানালেন, একটু নিষেধ আছে পারিবারিক ভাবে। সো এর উত্তর জানতে হলে আসলে আরও দুই দিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরও ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। আপাতত এই টুকুই অ্যাকাউন্ট হ্যাক হয়নি, সবকিছুই ঠিক আছে।

রোববার (৫ নভেম্বর) রাতে পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী নাবিলার হাতে আংটি। ছবির ক্যাপশনে লেখা, অবশেষে এটা হতে যাচ্ছে। এরপরই মূলত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় যে নাবিলা বাগদান করছেন। এখন সময়ই বলে দিবে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD