প্রথম সেশনে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়েছিল বাংলাদেশ। দুটি ক্যাচ মিস করে উইকেটশুন্য ছিল স্বাগতিকরা। লাঞ্চ বিরতির পর ফিল্ডারদের কল্যাণেই প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ।
ইনিংসের ২৯তম ওভারে মেহেদী হাসান মিরাজের বল কাভারে খেলেছিলেন করুনারত্নে। এক রান পূর্ণ করার পর দ্বিতীয় রানের জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মাদুশঙ্কা। কিন্তু করুনারত্নে সাড়া দেননি। হাসানের দুর্দান্ত থ্রোতে লিটন দাস উইকেট ভাঙার আগে ফেরত যেতে পারেননি মাদুশঙ্কা। তাতে ৫৭ রানে আউট হলেন এই ওপেনার।
৩২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছে শ্রীলঙ্কা। ৭ রান নিয়ে উইকেটে আছেন কুশল মেন্ডিস। অপর অপরাজিত ব্যাটার করুনারত্নের সংগ্রহ ৩৭ রান।