শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

অবরোধ সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ৮:৪৬ am

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল সমাবেশ করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তারা বিক্ষােভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে দুই শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শাহ আহমেদ কাজল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। বক্তারা বলেন, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত অবরোধ-হরতাল চলবে।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD