বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

অবরোধকারীদের হামলায় ২ ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা আহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১১:১৮ am

রাজধানীর চাঁনখারপুলে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে ইটপাটকেলের আঘাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তা আহত হয়েছেন।

আহতরা হলেন- চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হালিম (৩৮), ওসি (অপারেশনস) জাকির হোসেন (৪১) ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৯)। তারা সবাই মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

আহত ওসি আব্দুল হালিম জানান, বিএনপির পতাকা হাতে একটি মিছিল থেকে ইটপাটকেল ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনজন আহত হয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD